দিল্লি, 19 জানুয়ারি : দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে দশ দফা প্রতিশ্রুতি প্রকাশ অরবিন্দ কেজরিওয়ালের ৷ ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য "দশ দফা গ্যারান্টি কার্ড" প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তাতে রয়েছে নিখরচায় বিদ্যুত পরিষেবা, 24 ঘণ্টা পানীয় জলের ব্যবস্থা, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, আবাসন পরিষেবা সহ মোট 10 টি প্রতিশ্রুতি ৷
আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "এটি আমাদের ইস্তাহার নয় ৷ ইস্তাহারের থেকেও দুই ধাপ এগিয়ে কর্মসূচি ভাবনা ৷ পরবর্তীকালে ইস্তাহার আসছে ৷ তাতে এই বিষয়ে বিষদে বিবরণ দেওয়া থাকবে ৷"
কেজরিওয়ালের আম আদমি পার্টির মতে, 2015 সালের নির্বাচনের আগে বিদ্যুৎ ও জলের দাম কম করার প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলেই দিল্লিতে আম আদমি পার্টি জিতেছে ৷ রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার কয়েক মাস পরে, 200 ইউনিট এবং 20,000 লিটারের মধ্যে বিনামূল্যে বিদ্যুৎ এবং জলের অনুমতি দেয় আম আদমি পার্টি ৷
এছাড়াও প্রতি বছর শীতে দিল্লি পরিণত হয় "গ্যাস চেম্বারে" ৷ এবারে AAP- এর লক্ষ্য প্রায় 2 কোটি গাছ লাগানোর মাধ্যমে শহরের "300 শতাংশ" দূষণ কমানো ৷ পাশাপাশি ক্লিনিকগুলিতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও শহরের সরকারি বিদ্যালয়গুলির পুনর্নির্মাণ ৷
প্রতিশ্রুতির অন্যতম আর একটি পরিকল্পনা হল যমুনা পরিষ্কার ৷ যা গত কয়েক দশক ধরে অধরা রয়েছে ৷ বিগত বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি দিল্লির 70টির মধ্যে 67 টি আসনে জয়লাভ করে ৷ এবার দলের লক্ষ্যে দিল্লির 70 টি আসনই ৷ AAP ইতিমধ্যেই 70 টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে ৷ যার মধ্যে 46 টি আসনে বর্তমান বিধায়ক ও বাকি 24 টি আসনে নতুন মুখ আনছে দল ৷ দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে 8 ফেব্রুয়ারি এবং তার তিন দিন পরে হবে ভোট গণনা ৷