পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওঠবোস করলেই বিনামূল্যে প্ল্যাটফর্ম টিকিট ! - Ministry of Railways

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিট ইন্ডিয়া মুভমেন্টে সাড়া দিয়ে এই উদ্যোগ ভারতীয় রেলের ৷ রাজধানীর আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে একটি স্কোয়াট মেশিন ৷ সেখানে তিন মিনিটে 30 বার ওঠবোস করলেই 10 টাকার প্ল্যাটফর্ম টিকিট মিলছে বিনামূল্যে ৷

free-platform-ticket
প্ল্যাটফর্ম টিকিট

By

Published : Feb 25, 2020, 11:01 AM IST

দিল্লি, 23 ফেব্রুয়ারি: সুস্থ থাকব, ফিট থাকব ৷ এমন ভাবনা আমাদের সকলের মধ্যেই রয়েছে ৷ কিন্তু সময়ের অভাবে সেই ভাবনাকে বাস্তবায়িত করতে পারেন না অনেকে ৷ কারও আবার সকাল সকাল শারীরিক কসরত করতে প্রবল অনীহা ৷ যাই হোক, ফিটনেস নিয়ে আপনার ভাবনা শুধু মাথার মধ্যে না থাকে তারই ব্যবস্থা করে ফেলেছে ভারতীয় রেল ৷ প্ল্যাটফর্ম টিকিটের জন্য কোনও মূল্য লাগবে না ৷ পরিবর্তে প্ল্যাটফর্মে ওঠবোস করতে হবে 30 বার ৷ দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনকে প্রথম এই উদ্যোগ নিতে দেখা গিয়েছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিট ইন্ডিয়া মুভমেন্টে সাড়া দিয়ে এই উদ্যোগ ভারতীয় রেলের ৷ রাজধানীর আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে একটি স্কোয়াট মেশিন ৷ সেখানে তিন মিনিটে 30 বার ওঠবোস করলেই 10 টাকার প্ল্যাটফর্ম টিকিট মিলছে বিনামূল্যে ৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি 25 সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপ টুইট করেন ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন যুবক ফ্রি প্ল্যাটফর্ম টিকিটের জন্য ওঠবোস করছেন ৷ ভিডিয়োটি ইতিমধ্যেই দুই লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ৷ এমন উদ্যোগ নেটিজেনদের বাহবা কুড়িয়েছে ৷

সাধারণ মানুষকে ফিট রাখার জন্য এমন পদক্ষেপ আমাদের দেশে হয়তো নতুন ৷ কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এই আইডিয়া বেশ পুরনো ৷ 2014 সালের সোচি অলিম্পিক্সের আগে রাশিয়ার রেলমন্ত্রক দক্ষিণ মস্কোর একটি স্টেশনে স্কোয়াট অ্যান্ড রাইড মেশিন বসিয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details