পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনায় মৃত বৃদ্ধের সংস্পর্শে আসা 30 জন চরম সংকটে: কর্নাটক সরকার - COVID19

মোট 30 জন কোনও কোনওভাবে কর্নাটকের কোরোনা আক্রান্ত মৃত বৃদ্ধের সংস্পর্শে এসেছিলেন ৷ তাঁর মধ্যে তেলাঙ্গানা ও কর্নাটকের বেসরকারি হাসপাতালের কর্মীরাও রয়েছেন ৷ ইতিমধ্যেই 4 জনকে কালাবুরাগির একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে ৷ তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ পাঠানো হয়েছে পরীক্ষাগারে ৷

corona
প্রতীকী ছবি

By

Published : Mar 13, 2020, 10:52 PM IST

বেঙ্গালুরু, 13 মার্চ : আজ কর্নাটক সরকারের তরফে জানানো হয়েছে মোট 30 জন চরম সংকটে রয়েছেন ৷ ওই 30 জন কোনও না কোনওভাবে কর্নাটকের কোরোনা আক্রান্ত মৃত বৃদ্ধের সংস্পর্শে এসেছিলেন ৷ তাঁদের মধ্যে তেলাঙ্গানা ও কর্নাটকের বেসরকারি হাসপাতালের কর্মীরাও রয়েছেন ৷

কোরোনা সংক্রমণের জেরে ভারতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে কর্নাটকে ৷ কর্নাটকের কালাবুরাগির মহম্মদ হুসেন সিদ্দিকি (76) মঙ্গলবার হায়দরাবাদ থেকে কর্নাটকে ফেরার পথে মারা যান ৷ ৷ গত মাসের 29 তারিখ শ্বাসকষ্ট, সর্দি-কাশির মতো উপসর্গ নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিনি ৷ এরপর মার্চের 5 তারিখ তাঁকে কালাবুরাগির বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ সেখানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল ৷ এরপর 9 মার্চ তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় ৷ চিকিৎসার জন্য পরিবারের তরফে তাঁকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছিল ৷ এর পর মঙ্গলবার কালাবুরাগি ফেরার পথে রাত 11টা নাগাদ তিনি মারা যান ৷

আরও পড়ুন : ভারতে কোরোনায় দ্বিতীয় মৃত্যু

এই পুরো সময় তিনি যে 30 জনের সংস্পর্শে এসেছিলেন তাঁরা সকলেই হাই রিস্কে রয়েছেন বলে আজ কর্নাটক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ তাঁদের শনাক্তকরণের কাজ চলছে ৷ ইতিমধ্যেই 4 জনকে কালাবুরাগির একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে ৷ তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ পাঠানো হয়েছে পরীক্ষাগারে ৷

আরও পড়ুন :কোরোনায় ভারতে প্রথম মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details