সম্বল, 13 মে : প্রতিবেশীর ধর্ষণের শিকার 3 বছরের শিশু । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কাশ্মীরের বিস্তীর্ণ অংশ । পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে সংঘর্ষ হয় পড়ুয়াদের । যার জেরে বন্ধ স্কুল, কলেজ ।
ঘটনাটি কাশ্মীরের বান্দিপোরা জেলার । 8 মে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে । শিশুকে মিষ্টির লোভ দেখিয়ে পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে ওই যুবক । বাড়ি এসে বাবা-মাকে সব কথা জানায় শিশু । নির্যাতিতার বাবা অভিযুক্তকে স্থানীয় থানায় নিয়ে যায় । তাকে গ্রেপ্তার করা হয় । সে এখন পুলিশ হেপাজতে ।