দিল্লি, 16 অক্টোবর : লাদাখে ভারত-চিন সীমান্তে সংঘাতের আবহের মধ্যেই ফের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় বায়ুসেনা । নভেম্বরের প্রথম সপ্তাহে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে অবতরণ করতে চলেছে 3 থেকে 4 টি রাফাল যুদ্ধ বিমান ।
প্রথম দফায় জুলাই মাসের 29 তারিখ ফ্রান্স থেকে 5 টি রাফাল যুদ্ধ বিমান ভারতে পৌঁছায় । ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে 7000 কিমি যাত্রাপথ অতিক্রম করে হরিয়ানার আম্বালায় অবতরণ করে । সেপ্টেম্বরের 10 তারিখ আম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয় ওই যুদ্ধ বিমানগুলিকে । ইতিমধ্যেই প্রথম দফায় আসা রাফাল যুদ্ধবিমানগুলি লাদাখের ভারত-চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে ।