পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নভেম্বরের শুরুতেই ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে আরও 3-4 টি রাফাল যুদ্ধবিমান - রাফাল যুদ্ধ বিমান

প্রথম দফায় জুলাই মাসের 29 তারিখ ফ্রান্স থেকে 5 টি রাফাল যুদ্ধ বিমান ভারতে পৌঁছায় । দ্বিতীয় দফায় নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতে আসতে চলেছে আরও 3-4 টি রাফাল যুদ্ধবিমান ।

Rafal fighter jets
Rafal fighter jets

By

Published : Oct 16, 2020, 8:49 PM IST

দিল্লি, 16 অক্টোবর : লাদাখে ভারত-চিন সীমান্তে সংঘাতের আবহের মধ্যেই ফের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় বায়ুসেনা । নভেম্বরের প্রথম সপ্তাহে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে অবতরণ করতে চলেছে 3 থেকে 4 টি রাফাল যুদ্ধ বিমান ।

প্রথম দফায় জুলাই মাসের 29 তারিখ ফ্রান্স থেকে 5 টি রাফাল যুদ্ধ বিমান ভারতে পৌঁছায় । ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে 7000 কিমি যাত্রাপথ অতিক্রম করে হরিয়ানার আম্বালায় অবতরণ করে । সেপ্টেম্বরের 10 তারিখ আম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয় ওই যুদ্ধ বিমানগুলিকে । ইতিমধ্যেই প্রথম দফায় আসা রাফাল যুদ্ধবিমানগুলি লাদাখের ভারত-চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে ।

সরকারি সূত্রে খবর, দ্বিতীয় দফায় নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতে আসতে চলেছে আরও 3-4 টি রাফাল যুদ্ধবিমান । ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে ।

ভারতীয় পাইলটরা রাফাল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন ফ্রান্সে । 2021 সালের মার্চের মধ্যেই প্রশিক্ষণ পর্ব শেষ করে দেশে ফিরবেন তাঁরা । তারপর হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে প্রত্যেকটি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে একজন করে স্কোয়াড্রন মোতায়েন করবে ভারতীয় বায়ুসেনা ।

ABOUT THE AUTHOR

...view details