ম্যাঙ্গালুরু, ৯ মার্চ : "গত পাঁচ বছরে তিনবার দেশের সীমানার বাইরে গিয়ে আমরা সার্জিকাল স্ট্রাইক চালিয়ে সাফল্য পেয়েছি। দুটির বিষয়ে আমি বলব। অপরটির বিষয়ে কোনও তথ্য দেব না।" ম্যাঙ্গালুরুতে আজ একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আর তারপরই জল্পনা শুরু হয়েছে তিন নম্বর সার্জিকাল স্ট্রাইক নিয়ে। কবে ও কোথায় চালানো হয় সেই স্ট্রাইক ? সেবারও কি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিকে নিশানা করা হয়েছিল?
তিনটে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছি, দু'টোর বিষয়ে আপনারা জানেন : রাজনাথ - Pulwama
দু'টোর বিষয়ে আপনারা জানেন, একটি বলব না : রাজনাথ
পাকিস্তানকে একহাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পাকিস্তান থেকে আগত জঙ্গিরা উরিতে আমাদের জওয়ানদের উপর কাপুরুষের মতো হামলা চালিয়েছিল। আমাদের জওয়ানরা তার জবাব দিয়েছিল। তারপর সেদেশে হাহাকার পড়ে গিয়েছিল। পুলওয়ামা হামলার পর এয়ার স্ট্রাইক চালানো হয়। ভারত এখন আর দুর্বল নেই।"
২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জন জওয়ান শহিদ হন। সেই ঘটনার পর ভারতীয় সেনার তরফে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। আর চলতি বছরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। সেই হামলার ১৩ দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের ট্রেনিং ক্যাম্প। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।