পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হামলার CCTV ফুটেজ সংরক্ষণ হোক, দিল্লি হাই কোর্টে আবেদন JNU-র 3 অধ্যাপকের - জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের শাস্ত্রী ভবনে যাবে । প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ঐশী ঘোষ ।

jnu
jnu

By

Published : Jan 10, 2020, 2:25 PM IST

Updated : Jan 10, 2020, 2:34 PM IST

দিল্লি, 10 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)-র হামলার ঘটনায় তিন অধ্যাপক ওইদিন অর্থাৎ গত 5 জানুয়ারির CCTV ফুটেজ সংরক্ষণের দাবি করলেন ৷ আজ দিল্লি হাইকোর্টে এই নিয়ে আবেদন জানান তাঁরা । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার যাবতীয় নথি ও প্রমাণ সংরক্ষণের দাবিও জানান ।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের শাস্ত্রী ভবনে যাবে । প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ঐশী ঘোষ । আজ দুপুর 3টের সময় উচ্চশিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন তাঁরা । বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি এবং পড়ুয়াদের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে । ফি বৃদ্ধি নিয়েও আলোচনা করবে প্রতিনিধি দল ।

এদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংবাদমাধ্যমের কাছে জানান, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক । বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আবার শুরু হবে । আমরা প্রত্যেক ছাত্র-ছাত্রীকে তাঁর শিক্ষার লক্ষ্যপূরণে সাহায্য করব ।

5 জানুয়ারি সন্ধ্যা 6.30 মিনিটে প্রায় 50 জন মুখোশ পরা দুষ্কৃতী ক্যাম্পাসে ঢোকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । লাঠি হাতে দুষ্কৃতীরা ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয় । তারা কারা, কীভাবে তারা ক্যাম্পাসে ঢুকল, প্রশ্ন করতে থাকে পড়ুয়াদের একাংশ । সাহায্যের জন্য অধ্যাপকদের উদ্দেশ্যে তাঁরা চিৎকার করেন । পড়ুয়াদের রক্ষা করতে এসে আক্রান্ত হন অধ্যাপক-অধ্যাপিকারা । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । তাঁর মাথায় চোট লাগে । তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয় । যদিও এই ঘটনায় FIR দায়ের হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি দিল্লি পুলিশ ৷ এই হামলায় ABVP-র বিরুদ্ধে অভিযোগ ওঠে । JNU-র ছাত্র সংসদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, 'যে অধ্যাপকরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন , তাঁদেরও মারধর করে ABVP আশ্রিত গুন্ডারা । তাদের মুখ ঢাকা ছিল ।'

Last Updated : Jan 10, 2020, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details