পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিরাপত্তারক্ষীর গুলিতে খতম 3 পাকিস্তানি জওয়ান - 3 Pakistan Army soldiers killed after ceasefire violations by indian army

তিন পাকিস্তানি সেনাকে খতম করল ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী ৷ জম্মু ও কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা ৷

ফাইল ফোটো

By

Published : Aug 15, 2019, 7:28 PM IST

Updated : Aug 15, 2019, 7:48 PM IST

জম্মু ও কাশ্মীর, 15 অগাস্ট : তিন পাকিস্তানি সেনাকে খতম করল ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী ৷ জম্মু ও কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা ৷ শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই ৷ তিন পাকিস্তানি সেনাকে খতম করে সেনা জওয়ানরা ৷

অন্যদিকে পাকিস্তান সেনার তরফে দাবি করা হয়, গুলির লড়াইয়ে পাঁচজন ভারতীয় সেনা শহিদ হয়েছে ৷ যদিও তা অস্বীকার করে ভারতীয় সেনা ৷

উল্লেখ্য, দিন কয়েক আগে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করেছে ৷ আজ স্বাধীনতা দিবসের দিন তা আরও স্পষ্ট হয়ে উঠল ৷ এর আগে 3 অগাস্ট দুই জইশ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা ৷ সূত্রের খবর, পাকিস্তানি সেনার মদতেই হামলা চালানোর ছক কষেছিল ওই জঙ্গিরা ৷

Last Updated : Aug 15, 2019, 7:48 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details