হিসার, 3 অগাস্ট : দেশের প্রতিরক্ষা ও সামরিক বাহিনীর গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ ৷ পাকিস্তানের গুপ্তচর সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ ৷ ধৃত ব্যক্তিদের নাম রাগিব (34) , মেহতাব (28) , খালিদ (28) ৷
হরিয়ানা থেকে পাকিস্তানি চর সন্দেহে ধৃত তিন
তথ্য পাচারের অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ
পুলিশ অভিযুক্তদের থেকে জানার চেষ্টা করছে, কী ধরনের তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিল ওই তিন গুপ্তচর ৷ ধৃতদের থেকে বেশ কিছু ছবি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷
ধৃতদের ফোনের তালিকা, হোয়াটসঅ্যাপ কল ও ভিডিয়ো কলগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷ পুলিশের প্রাথমিক ধারণা, হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগসাজশ ছিল ধৃতদের ৷ গতকালই সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ সাংবাদিক বৈঠক করে জানায়, জইশ-ই-মহম্মদের জঙ্গিরা ঢুকে পড়েছে জম্মু-কাশ্মীরে । পাকিস্তানের সেনার সাহায্যে বড়সড় হামলার ছক কষেছে তারা । গোয়েন্দা সূত্রে এই খবর পেয়ে কাশ্মীরে স্থলসেনা ও বায়ুসেনাকে চূড়ান্ত সতর্ক করা হয় ৷ ঠিক তার পর দিনই এই তিন জনকে গ্রেপ্তার নতুন করে আশঙ্কা আরও বাড়ল ৷