পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অনুপ্রবেশ রুখে 3 পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল সেনা - Machhal Sector

নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে নিকেশ তিন জঙ্গি । আরও কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সেনা ।

3 Pak militants killed during infiltration bid
সেনাবাহিনীর গুলিতে নিকেশ তিন পাক জঙ্গি

By

Published : Jun 1, 2020, 1:13 PM IST

জম্মু ও কাশ্মীর, 1 জুন : পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করল সেনা ৷ আজ সকালে তিন পাকিস্তানি জঙ্গি LoC পার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ৷ রাজৌরি জেলার নৌসেরা সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তিনজনকেই খতম করেন সেনাবাহিনীর সদস্যরা ।

সেনা সূত্রে খবর, মৃত তিন জঙ্গির কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল ৷ একটি সূত্রের দাবি, এই জঙ্গিরা পাকিস্তানে প্রশিক্ষণ পেয়েছিল ৷ আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে । এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ।

সেনা সূত্রে খবর, দুটো ভাগে জঙ্গিরা অনুপ্রবেশের ছক কষেছিল । খবর পেয়ে গত 28 মে থেকে সেনাবাহিনীর তরফে জঙ্গিদমন অভিযান শুরু হয় ৷ এই জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সদস্য বলে অনুমান । ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক জানান, নৌসেরা সেক্টরে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে ।

প্রসঙ্গত, গত সপ্তাহে বুধবার রাতে পুলওয়ামায় একটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ । সেখান থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয় । পুলিশের তরফে জানানো হয়, এই বিস্ফোরকের সাহায্যে বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা ।

ABOUT THE AUTHOR

...view details