দিল্লি, 13 অক্টোবর : 24 ঘণ্টা পর ভোলবদল কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের ৷ গতকাল বলিউডের সঙ্গে দেশের আর্থিক পরিস্থিতির তুলনা টেনে যে মন্তব্য তিনি করেছিলেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এরপর আজ সরব হলেন তিনি ৷ টুইটারে আজ তিনি বললেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ তিনি আরও বলেন বলিউডের সিনেমাগুলি সম্পর্কে তাঁর বক্তব্য "তথ্যগতভাবে সঠিক" ৷
টুইটারে তিনি লেখেন ," গতকাল মুম্বইয়ে আমি যে মন্তব্যটি করেছিলাম, 3টি সিনেমার একদিনে 120 কোটি টাকা কামানোর - যা কিনা সর্বাধিক ; সেটি তথ্যগতভাবে সঠিক মন্তব্য ৷ যেহেতু আমি ভারতের সিনেমার রাজধানী মুম্বইতে ছিলাম তাই এই মন্তব্য করেছিলাম ৷" তিনি মন্তব্যের ভুল ব্যাখ্যা নিয়ে দুঃখপ্রকাশ করে বলেন, "মিডিয়ার সঙ্গে আমার যাবতীয় কথোপকথনের ভিডিয়ো সোশাল মিডিয়ায় আছে ৷ আমি আমার এই কথা ফিরিয়ে নিচ্ছি ৷"
প্রসঙ্গত, গতকাল মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন রবিশংকর প্রসাদ ৷ সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবিশংকর প্রসাদ বলেন, "2 অক্টোবর ৷ ছুটির দিনে তিনটি সিনেমা 120 কোটি টাকা আয় করল ৷ দেশের অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপই হয় ৷ তাহলে এটা সম্ভব হল কী করে ? " তিনি আরও বলেন, "বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন, তথ্য ও প্রযুক্তি, বাণিজ্য সহ একাধিক ক্ষেত্রে ভালো কাজ হচ্ছে ৷ আমরা কখনও বলিনি যে, প্রত্যেককে আমরা সরকারি চাকরি দেব ৷ বেকারত্ব ইশুতে কয়েকজন মানুষ সংগঠিতভাবে সরকারের বিরুদ্ধে মানুষজনকে ভুল পথে চালিত করছে ৷"
সম্প্রতি, IMF সতর্কবার্তা দিয়েছিল ৷ IMF- এর নতুন ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার জানিয়েছিলেন, চলতি আর্থিক বছরে অর্থনীতির বৃদ্ধির হার হবে এই দশকের মধ্যে সর্বনিম্ন । পরিস্থিতি যা, তাতে বিশ্বের 90 শতাংশ দেশই আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে বা হতে চলেছে ৷ এক্ষেত্রে ভারতসহ উদীয়মান অর্থনীতির দেশগুলি আর্থিক মন্দার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হবে ৷
তাঁর এই মন্তব্যের পর থেকেই এটি নিয়ে কাটাছেঁড়া শুরু হয় রাজনৈতিক মহলে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ চিনের অর্থনীতির প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্যের সমালোচনা করেন ৷ এরপরই প্রসাদ বললেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷