পটনা, 26 এপ্রিল : বিহারে আজ নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 28 জন । রাজ্য স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিহারে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 251 । কৈমুর এবং বক্সারে 7 জন কোরোনা আক্রান্ত হয়েছেন । জামালপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত তিনজন । শুক্রবার পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ছিল 30 । পাশাপাশি আরওয়ালে প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে । রোতাসে দুইজন আক্রান্ত । গয়া, ভোজপুর, সরন এবং বৈশালিতে একজন করে কোরোনায় আক্রান্ত। খজপুরা জেলায় তিনজন আক্রান্ত হয়েছেন। বেউরে অনেকে আক্রান্ত, তাদের মধ্যে একজনের বয়স 8 বছর ।
খজপুরা ইতিমধ্যেই বিহারের অন্যতম হটস্পট হয়ে উঠেছে । গত সপ্তাহে একজন মহিলা প্রথম শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হন । তাঁর সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । এরপর তাঁর একজন প্রতিবেশীও কোরোনায় আক্রান্ত হন । বৃহস্পতিবার ওই এলাকায় আটজন কোরোনা আক্রান্তের সন্ধান মেলে । তাদের মধ্যে একজন 10 বছর বয়সি রয়েছে ।