অমরাবতী, 6 নভেম্বর : 2 নভেম্বর থেকে একাধিক রাজ্যে স্কুলগুলিতে শর্তসাপেক্ষে শুরু হয়েছে নবম ও দশম শ্রেণির পঠন-পাঠন । আর তাতেই বিপত্তি । অন্ধ্রপ্রদেশে কমপক্ষে 262 জন পড়ুয়া ও 160 জন শিক্ষক-শিক্ষিকা কোরোনায় আক্রান্ত হয়েছে ।
যদিও ফের স্কুলে যোগদান করা পড়ুয়াদের সংখ্যার তুলনায় কোরোনায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক নয় বলেই দাবি করেছেন শিক্ষা দপ্তরের কমিশনার ভি চিন্না ভিরাভাদ্রুডু । প্রতিটি স্কুলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি । তাঁর কথায়, "4 নভেম্বর প্রায় 4 লাখ পড়ুয়া স্কুলে উপস্থিত ছিল । সেই তুলনায় কোরোনায় আক্রান্ত পড়ুয়ার সংখ্যা 0.1%-ও নয় । তাই স্কুলে আসাতেই সংক্রমণ হয়েছে একথা বলা যায় না । স্কুলগুলিতে প্রতিটি ক্লাসে মাত্র 15-16 জন পড়ুয়েদের বসানো বাধ্যতামূলক করা হয়েছে । পড়ুয়া এবং শিক্ষক উভয়ের জীবনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ।"