খাম্মাম (তেলাঙ্গানা), 6 অক্টোবর : যৌন নির্যাতনে বাধা দেওয়ায় 13 বছরের নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ৷ গ্রেপ্তার 26 বছরের যুবক ৷ 18 সেপ্টেম্বর ঘটনাটি ঘটে তেলাঙ্গানার খাম্মাম জেলায় ৷ বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছে ওই নাবালিকা ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের 70 শতাংশই পুড়ে গিয়েছে ৷ তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে ৷
ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ POCSO আইনে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ খাম্মাম জেলার পুলিশ কমিশনার তখসির ইকবাল জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে ৷