পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুরগাঁওয়ে যুবতিকে গণধর্ষণ, বেধড়ক মার; কয়েকঘণ্টায় গ্রেপ্তার 4 অভিযুক্ত - হরিয়ানায় ধর্ষণ যুবতিকে

উত্তরপ্রদেশ, বিহারের পর এবার হরিয়ানা ৷ অভিযোগ, গুরগাঁওয়ে একটি রিয়েলটর অফিসে চার যুবক 25 বছরের এক যুবতিকে গণধর্ষণ করে ৷ পরে তাঁকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা ৷ বর্তমানে ওই যুবতি হাসপাতালে চিকিৎসাধীন ৷

ছবি
ছবি

By

Published : Oct 5, 2020, 9:45 AM IST

চণ্ডীগড়, 5 অক্টোবর : প্রথমে গণধর্ষণ । তারপর নির্যাতিতাকে বেধড়ক মারধর ৷ এমনই অভিযোগ উঠল হরিয়ানারা গুরগাঁওয়ে । পুলিশ জানিয়েছে, ওই যুবতি মাথায় গুরুতর চোট পেয়েছেন ৷ ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে চার অভিযুক্ত ৷

ঘটনাস্থান হরিয়ানার গুরগাঁওয়ের DLF ফেজ় 2 এলাকা ৷ অভিযোগ, শনিবার রাতে সিকান্দারপুর মেট্রো স্টেশনের কাছে অভিযুক্তদের মধ্যে একজন ওই যুবতির সঙ্গে দেখা করতে আসে ৷ এরপর সে তাঁকে রিয়েলেটর অফিসে নিয়ে যায় ৷ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও তিনজন ৷ মোট চারজন মিলে নির্যাতন চালায় যুবতির উপর ৷ এখানেই শেষ নয়, ধর্ষণের পর তারা বেধড়ক মারধর করে যুবতিকে ৷ গুরগাঁও পুলিশের ACP , DLF কারান গয়াল বলেন, মেয়েটি নিজেকে রক্ষা করতে অপরাধীকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাঁকে মারধর করতে শুরু করে ৷ যুবতির মাথা একটি দেওয়ালে লেগে থেঁতলে যায় ৷ বর্তমানে তিনি হাসপাতালে ভরতি রয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, ওই চার অভিযুক্তের বয়স 20 থেকে 25 এর মধ্যে ৷ এর মধ্যে তিনজন ডেলিভারি বয় ৷ এবং একজন ওই রিয়েলেটর অফিসেরই কর্মচারী ৷ ঘটনার পর সকলে এলাকা থেকে পালিয়ে যায় ৷ যুবতির কান্নার আওয়াজে কমপ্লেক্সের নিরাপত্তারক্ষী এসে উপস্থিত হন ৷ তিনিই পুলিশ খবর দেন এবং মেয়েটিকে উদ্ধার করেন ৷ ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরসে এক যুবতির উপর নির্যাতন চালিয়ে তাঁর জিভ কেটে, মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে ৷ নির্যাতিতা হাসপাতালেই মারা যান ৷ ঘটনায় উত্তাল হয় গোটা দেশ ৷ এরপরও পুনরায় উত্তরপ্রদেশ, বিহারের মতো একাধিক জায়গা থেকে উঠে এসেছে ধর্ষণের খবর ৷ প্রত্যেক ক্ষেত্রেই ধর্ষণের পর নির্যাতিতার উপর চলেছে শারীরিক নির্যাতন ৷ আর এবার হরিয়ানার ঘটনা ৷

ABOUT THE AUTHOR

...view details