চণ্ডীগড়, 5 অক্টোবর : প্রথমে গণধর্ষণ । তারপর নির্যাতিতাকে বেধড়ক মারধর ৷ এমনই অভিযোগ উঠল হরিয়ানারা গুরগাঁওয়ে । পুলিশ জানিয়েছে, ওই যুবতি মাথায় গুরুতর চোট পেয়েছেন ৷ ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে চার অভিযুক্ত ৷
ঘটনাস্থান হরিয়ানার গুরগাঁওয়ের DLF ফেজ় 2 এলাকা ৷ অভিযোগ, শনিবার রাতে সিকান্দারপুর মেট্রো স্টেশনের কাছে অভিযুক্তদের মধ্যে একজন ওই যুবতির সঙ্গে দেখা করতে আসে ৷ এরপর সে তাঁকে রিয়েলেটর অফিসে নিয়ে যায় ৷ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও তিনজন ৷ মোট চারজন মিলে নির্যাতন চালায় যুবতির উপর ৷ এখানেই শেষ নয়, ধর্ষণের পর তারা বেধড়ক মারধর করে যুবতিকে ৷ গুরগাঁও পুলিশের ACP , DLF কারান গয়াল বলেন, মেয়েটি নিজেকে রক্ষা করতে অপরাধীকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাঁকে মারধর করতে শুরু করে ৷ যুবতির মাথা একটি দেওয়ালে লেগে থেঁতলে যায় ৷ বর্তমানে তিনি হাসপাতালে ভরতি রয়েছেন ৷