জয়পুর , 19 অগাস্ট : বাক্স থেকে বের করা হল 2400 বছরের পুরানো মমি । হ্যাঁ ঠিকই পড়ছেন । এমনই ঘটেছে জয়পুরের ঐতিহাসিক অ্যালবার্ট হল মিউজ়িয়ামে । কিন্তু কী কারণে এত বছরের পুরানো মমিটি বের করে আনা হল ? অ্যালবার্ট হল মিউজ়িয়াম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , জয়পুরে লাগাতার বৃষ্টিতে জল জমে গেছে । ফলে 2400 বছরের পুরানো এবং বিখ্যাত মমিটি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মমিটি বের করে আনতে বাধ্য হয়েছে তারা ।
জয়পুরে শুক্রবার 132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । টানা একদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বহু গাড়ি । বাড়িগুলিতেও জল ঢুকে গিয়েছে । একই অবস্থা অ্যালবার্ট হল মিউজ়িয়ামেরও । প্রবল বৃষ্টিতে জল ঢুকে বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী যেমন জাপানি মাটির পাত্র , প্রাচীন মূর্তি , বৌদ্ধ চিত্র , অস্ত্র ইত্যাদি নষ্ট করে দেয় । এরপর ওই মমিটির বাক্সে জল ঢুকে যাওয়ার উপক্রম হলে মিউজ়িয়ামের কর্মীরা তড়িঘড়ি মমিটি বের করে আনার ব্যবস্থা করে । কোমর সমান জলে দাঁড়িয়ে এবং মোবাইল ফোন এবং টর্চের লাইট ব্যবহার করে কর্মীরা বাক্সের কাচটি ভেঙে দেয় । এরপর মমিটিকে বের করে মিউজ়িয়ামের একটি শুকনো জায়গায় নিয়ে যায় । মিউজ়িয়ামের সুপার রাকেশ ছোলাক বলেন , " মমিটি দেশ ও বিদেশি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয় । সঠিক সময়ে আমরা পদক্ষেপ করে মমিটিকে জলে নষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছি । "