পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে সংক্রমিত 22 লাখের বেশি, সুস্থ হয়েছেন প্রায় 70 শতাংশই - covid 19 news in India

24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 53 হাজার 601 । মোট আক্রান্তের সংখ্যা 22 লাখ ছাড়িয়েছে । সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 39হাজার 929 । সুস্থের হার 69.80 শতাংশ । এবং মৃত্যুর হার 1.99 শতাংশ ।

india
ফাইল ছবি

By

Published : Aug 11, 2020, 11:24 AM IST

দিল্লি, 11 অগাস্ট : কয়েকদিন দৈনিক সংক্রমণ 60 হাজারের বেশি ছিল । আজ সেই তুলনায় আক্রান্তের সংখ্যা কম । 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 53 হাজার 601 । মোট আক্রান্তের সংখ্যা 22 লাখ ছাড়িয়েছে । সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 39 হাজার 929 ।

কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও সুস্থের হারও কম নয় । উপরন্তু বেশিরভাগ আক্রান্তই সুস্থ হচ্ছেন । স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সুস্থতর হার প্রায় 70 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 47হাজার 746 । মোট সুস্থ 15 লাখ 83 হাজার 490 ।

দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 22লাখ 68হাজার 676 । মৃত্যু হয়েছে 871 জনের । এখনও পর্যন্ত মোট মৃত্যু 45 হাজার 257 । সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 5লাখ 24 হাজার 513 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 48 হাজার 42 । শীর্ষ তালিকায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 2 হাজার 815 । সক্রিয় আক্রান্ত 53 হাজার 99 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 2লাখ 35হাজার 525জন কোরোনা সংক্রমিত হয়েছেন । সক্রিয় আক্রান্ত 87হাজার 773 ।

স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্ত 28.21 শতাংশ । সুস্থের হার 69.80 শতাংশ । এবং মৃত্যুর হার 1.99 শতাংশ ।


ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে,24 ঘণ্টায় 6লাখ 98হাজার 290জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত মোট 2 কোটি 52লাখ 81 হাজার 848জনের নমুনা পরীক্ষা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details