পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্রমিক স্পেশাল ট্রেনে এখনও পর্যন্ত ছত্তিশগড়ে ফিরেছেন 22,000 শ্রমিক - migrant labourers of India amid lockdown

10মে প্রথম শ্রমিক স্পেশাল পৌঁছায় ছত্তিশগড়ে । তবে থেকে মোট 15টি ট্রেনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা রাজ্যের শ্রমিকদের ফেরানো হয়েছে । সোমবার পর্যন্ত মোট 22,000জনকে ফেরানো হয়েছে বলে রাজ্যের জনসংযোগ দপ্তরের তরফে জানানো হয়েছে ।

train
train

By

Published : May 19, 2020, 1:51 PM IST

রাইপুর, 19 মে : ছত্তিশগড়ের বহু শ্রমিক অন্য রাজ্যে আটকে রয়েছেন । তাঁদের রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে । সোমবার পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনে রাজ্যে ফেরানো হয়েছে 22,000 পরিযায়ী শ্রমিককে । রাজ্য প্রশাসনের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে ।

10 মে প্রথম শ্রমিক স্পেশাল পৌঁছায় ছত্তিশগড়ে । তবে থেকে মোট 15টি ট্রেনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা রাজ্যের শ্রমিকদের ফেরানো হয়েছে । সোমবার পর্যন্ত মোট 22,000 জনকে ফেরানো হয়েছে বলে রাজ্যের জনসংযোগ দপ্তরের তরফে জানানো হয়েছে ।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ছত্তিশগড়ের 2,73,935 জন মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন । তাঁদের মধ্যে 2,51,867 জন শ্রমিক । রাজ্য সরকার নির্দেশিত প্ল্যাটফর্মে তাঁরা নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন ।

45টি বিশেষ ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে ছত্তিশগড় সরকার । ভারতীয় রেলকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে । 23টি ট্রেনে 34,284 জনকে ফেরানোর জন্য এই টাকা দিয়েছে ছত্তিশগড় সরকার । ট্রেনে করে রাজ্যে ফিরেছেন অনেকেই । পাশাপাশি মোট 60,000 পরিযায়ী শ্রমিক অন্য যানবাহনে ফিরেছেন । অনেকে রাজ্যে ফিরেছেন হেঁটেও ।

ABOUT THE AUTHOR

...view details