পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে 15 দিনে 8 শীর্ষ কমান্ডারসহ 22 জঙ্গি নিকেশ - militants killed

ইদের পরই জঙ্গিগোষ্ঠীগুলির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কড়া হয় নিরাপত্তা বাহিনীর জঙ্গি নিকেশ অভিযান । শেষ 15 দিনে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ হয় 8 শীর্ষ কমান্ডারসহ 22 জঙ্গি ।

22 terrorists killed
22 terrorists killed

By

Published : Jun 10, 2020, 1:55 PM IST

দিল্লি, 10 জুন : এখনও পর্যন্ত গত 15 দিনে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ মোট 22 জন জঙ্গি ৷ যার মধ্যে রয়েছে 8 শীর্ষ কমান্ডারও । খবর সূত্রে । ইদের পরপরই জঙ্গিগোষ্ঠীগুলির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয় । যার ফলে অন্য কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই জঙ্গি দমন সম্ভব হয়েছে, দাবি সূত্রের ।

খুদ হানজিপোরা কুলগামে 25 মে নিকেশ হয় ইসলামিক স্টেট জম্মু ও কাশ্মীর (ISJK) কম্যান্ডার আদিল আহমেদ ওয়ানি ও লস্কর-ই-তইবা (LeT)-র শাহীন আহমেদ । এরপর 30 মে জঙ্গি নিকেশ অভিযানে ওয়ানপোরা কুলগামে হিজবুল মুজাহিদিন কম্যান্ডার পারভেজ আহমেদ এবং জইশ-ই-মহম্মদ (JeM) কমান্ডার শাকির আহমেদ ইতু নিহত হয় । 2 জুন সাইমু ট্রাল অবন্তিপোরায় নিকেশ করা হয় জইশ-ই-মহম্মদ (JeM) গ্রুপ কমান্ডার আকিব রমজ়ান ওয়ানি এবং অবন্তিপোরা JeM কম্যান্ডার মহম্মদ মকবুল চোপান-কে ।

সূত্রের দাবি, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় 3 জুন নিরাপত্তাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বড়সড় সাফল্য আসে । নিকেশ হয় পাকিস্তানের বাসিন্দা এবং জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের শীর্ষ কম্যান্ডার ফৌজি ভাই, হিজবুল মুজাহিদিন শীর্ষ কমান্ডার মনজ়ুর আহমেদ কর এবং JeM কমান্ডার জাভেদ আহমেদ জারগর । রেবান শোপিয়ানে 11 জুন নিহত হয় হিজবুল মুজা়হিদিন জঙ্গিগোষ্ঠীর শীর্ষ কম্যান্ডার ইশফাক আহমেদ ইতু, জইশ-ই-মহম্মদ শীর্ষ কমান্ডার ওবাইস আহমেদ মালিক । একই অভিযানে নিকেশ হয় তিন হিজবুল মুজাহিদিন কমান্ডার - আদিল আহমেদ মীর, বিলাল আহমেদ ভাট এবং সাজাদ আহমেদ ওয়াগে-ও ।

7 জুন, হিজবুল মুজা়হিদিন অপারেশন কমান্ডার উমর মহিউদ্দিন ধোবি, লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার রায়স আহমেদ খান এবং হিজবুল মুজাহিদিনের কমান্ডার সাকলাইন আহমেদ ওয়াগাই ও ওয়াকিল আহমেদ নাইকু-কে নিকেশ করা হয় রেবান শোপিয়ানে । এদের মধ্যে ফৌজি ভাই ছাড়া বাকি জঙ্গিদের বেশিরভাগই জম্মু ও কাশ্মীরের শোপিয়ান, কুলগাম ও পুলওয়ামার জেলার বাসিন্দা ।

অন্যদিকে, এই 18 জন জঙ্গি ছাড়াও নতুন করে অনুপ্রবেশকারী একটি দল থেকে আরও চার সন্ত্রাসবাদীকে 28 মে রাজৌরিতে নিকেশ করা হয় । সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের পর নওশেরা সেক্টরে নিয়ন্ত্ররেখা বরাবর তিনজন এবং কালাকোটে একজনকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী । হিজবুল মুজা়হিদিন গোষ্ঠীর তিন অনুচর (OGW) মুজ়ফ্ফর আহমেদ নায়েক, জান মহম্মদ নজর এবং আজা়দ আহমেদকে অবন্তিপোরা থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

সূত্রের দাবি, "পাকিস্তানে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলি গত দু'সপ্তাহ ধরে প্রত্যাঘাত হিসাবে IED/ স্ট্যান্ডঅফ/ আত্মঘাতী হামলার ইঙ্গিত দিচ্ছে ।" এর আগে, জম্মু ও কাশ্মীর পুলিশের DGP দিলবাগ সিং জানান, চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় 36টি অভিযানে 88 জন জঙ্গি নিকেশ হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details