ধানবাদ, 28 সেপ্টেম্বর : বিমান সেবিকার চাকরি দেওয়ার নামে ভিনরাজ্যের 21 যুবতির সঙ্গে আর্থিক প্রতারণা । অভিযুক্ত কলকাতার এক যুবক । ধানবাদের পাঁচ যুবতির পাশাপাশি বোকারো ও রাঁচির বেশ কয়েকজন যুবতিও অভিযোগ করেছেন । ধানবাদের এক যুবতি এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করেছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।
চাকরি দেওয়ার নামে ভিনরাজ্যের 21 যুবতির সঙ্গে আর্থিক প্রতারণা - ভিনরাজ্যের যুবতির সঙ্গে আর্থিক প্রতারণা
চাকরি দেওয়ার নামে ভিনরাজ্যের 21 যুবতির সঙ্গে আর্থিক প্রতারণা । টাকা ফেরত চাইলে অভিযুক্ত তাঁদের ছবি পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ ।
বিমান সেবিকার চাকরি দেওয়ার নামে কলকাতার এক যুবক ধানবাদ, বোকারো ও রাঁচির 21 জন যুবতির থেকে 6.30 লাখ টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ । প্রতারণার শিকার পার্বতী কুমারী ধানবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাঁর অভিযোগ, "তিনি কলকাতার একটি ইনস্টিটিউটে এভিয়েশন নিয়ে পড়াশোনা করার সময়ে, সোশাল মিডিয়ার মাধ্যমে আশিস মোদি নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়, যে নিজেকে একটি বিমান সংস্থার অফিসার বলে পরিচয় দেয় ।" পার্বতীর কথায়, সে-সহ প্রিয়াঙ্কা, লিসা, মুসকান, মল্লিকা ও আরও যুবতিদের বিমান সেবিকার চাকরি দেওয়ার নামে টাকা নেয় অভিযুক্ত । প্রথমে তিন হাজার টাকা, পরে পাঁচ হাজার টাকা করে নেয় সে । এরপরও আরও টাকার জন্য চাপ দিতে থাকে । সব মিলিয়ে আশিস প্রত্যেকের কাছ থেকে 30 হাজার টাকা করে নিয়েছে বলে অভিযোগ ।
অভিযুক্তের কথামতো ইন্টারভিউয়ের জন্য রাঁচি বিমানবন্দরে পৌঁছে তাঁরা বুঝতে পারেন এই প্রতারণার কথা । সেখানকার বিমানবন্দর কর্তারা এ জাতীয় কোনও সাক্ষাৎকার নিতে অস্বীকার করেছেন । যুবতিরা আশিস মোদির কাছ থেকে এই টাকা ফেরত চাইলে তাঁদের ছবি পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ ।