পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংঘর্ষের পর কুয়োতে বাস-অটোরিকশা, নাসিকে মৃত 21

বাস ও অটোরিকশাটি কুয়োতে পড়ে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে অসুবিধে হচ্ছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ৷

accident
চলছে উদ্ধারকাজ

By

Published : Jan 29, 2020, 3:47 AM IST

Updated : Jan 29, 2020, 9:14 AM IST

নাসিক (মহারাষ্ট্র), 29 জানুয়ারি : মুখোমুখি সংঘর্ষের পর পথের ধারে কুয়োতে পড়ল বাস ও অটোরিকশা ৷ মৃত্যু হল 21 জনের ৷ আহত হয়েছেন আরও 18 জন ৷ গতকাল সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে ৷ এখনও পর্যন্ত কুয়ো থেকে 30 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধারকাজ চলছে ৷

দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসটি মালেগাঁও থেকে কল্যাণ যাচ্ছিল ৷ মেশিফাটা এলাকায় মালেগাঁও দেওলা রোডে উলটো দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা মারে বাসটি ৷ যাত্রীদের বক্তব্য, বাসের পিছন চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারান চালক ৷ তারপরই অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় ৷

সংঘর্ষের পর অটোরিকশাসহ বাসটি রাস্তার ধারের একটি বড় কুয়োয় গিয়ে পড়ে ৷ খবর পেয়ে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল ৷ উদ্ধারের পর আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী অনিল পরব ৷ তিনি বলেন, ঘটনার সমস্ত তথ্য তিনি নিচ্ছেন ৷ আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বহন করবে বলেও তিনি জানান ৷

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ এক টুইট বার্তায় তিনি বলেন, "মৃতদের আত্মীয়স্বজনকে সমবেদনা জানাই ৷ দুর্ঘটনায় আহত দ্রুত আরোগ্য কামনা করি ৷"

Last Updated : Jan 29, 2020, 9:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details