পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শুধুই রয়েছেন কুমারস্বামী, 21 মন্ত্রীর পদত্যাগ কর্নাটকে

একের পর এক পদত্যাগে অনিশ্চয়তার মুখে কুমারস্বামীর সরকার।

কুমারস্বামী

By

Published : Jul 8, 2019, 1:55 PM IST

Updated : Jul 8, 2019, 5:05 PM IST

বেঙ্গালুরু, 8 জুলাই: কর্নাটকে কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট সরকারের আয়ু আর কত দিন, তার কোনও নিশ্চয়তা নেই। আজ জোট ভেঙে পদত্যাগ করলেন কংগ্রেসের 21 জন মন্ত্রী । যদিও প্রথমে সংখ্যাটা 22 বলেছিলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, পরে ভুল শুধরে সংখ্যাটা যে 21 তা নিশ্চিত করেন তিনি।

দলের প্রধান দীনেশ গুন্ডু রাওয়ের কাছে ইস্তফা দিলেন মন্ত্রীরা । একের পর এক মন্ত্রীদের পদত্যাগে টালমাটাল কর্নাটক সরকার। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে কাঠগড়ায় তুলেছেন JD(S) প্রধান এইচ ডি দেবগৌড়া ।

কর্নাটকে সরকার বাঁচাতে গতকাল রাতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী । বেঙ্গালুরুর এক হোটেলে বৈঠক হয় । বৈঠকে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর রাজ্যস্তরের শীর্ষনেতারা ছিলেন । এই বৈঠকের আগে শনিবার দিনভর কুমারস্বামীর বাবা তথা জনতা দল (সেকুলার)-এর শীর্ষনেতা এইচ ডি দেবগৌড়া তাঁর নিজের দলের এবং কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন । আজ সন্ধ্যাবেলাতে ফের কংগ্রেস বিধায়করা বৈঠকে বসবেন বলে জানা গেছে । বৈঠকটি হবে দিল্লিতে ।

সংকট সামাল দিতে আজ দফায় দফায় বৈঠক করেন শাসক জোটের দুই শরিক। সূত্রের খবর, গত শনিবার কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর যে 13 জন বিধায়ক পদত্যাগ করেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন গতরাতের বৈঠকের পর পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন ।

Last Updated : Jul 8, 2019, 5:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details