পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় গ্রেপ্তার 21 - kill

জোরহাটে চিকিৎসক দেবেন দত্তকে পিটিয়ে মারার ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ । শনিবার গণপিটুনিতে মৃত্যু হয় ওই চিকিৎসকের ।

দেবেন দত্ত

By

Published : Sep 2, 2019, 12:01 PM IST

গুয়াহাটি, 2 সেপ্টেম্বর : অসমের জোরহাটে চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ । এদিকে, চিকিৎসক দেবেন দত্তকে পিটিয়ে মারার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ।

শনিবার (31 অগাস্ট) দুপুরে তেওক চা বাগানের কর্মী সোমরা মাঝি (33)-কে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয় । চা বাগানের অন্য কর্মীদের অভিযোগ, সেই সময় চিকিৎসক দেবেন দত্ত হাসপাতালে ছিলেন না । এমন কী হাসপাতালের যিনি ফার্মাসিস্ট, তিনিও ছুটিতে ছিলেন । ছিলেন একজন নার্স । তিনি স্যালাইন দেন । সোমবার মৃত্যু হয় রোগীর ।

ওইদিন দুপুর সাড়ে 3টে নাগাদ হাসপাতালে আসেন দেবেনবাবু । এরপরই তাঁর উপর চড়াও হয় চা বাগানের কর্মীদের একাংশ । চলে ব্যাপক মারধর । খবর পেয়ে জোরহাট থানার পুলিশ গিয়ে দেবেনবাবুকে উদ্ধার করে । হাসপাতালে ভরতি করা হলেও তাঁকে বাঁচানো যায়নি । শনিবারই মৃত্যু হয় তাঁর ।

জোরহাটের ডেপুটি কমিশনার রোশনি অপারাঞ্জি কোরাটি জানান, সত্তরোর্ধ্ব দেবেন দত্ত কয়েক বছর আগেই অবসর নেন । তবে, কর্তৃপক্ষের অনুরোধে হাসপাতালে চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি ।

এই সংক্রান্ত খবর :অসমে গণপিটুনিতে মৃত্যু চিকিৎসকের

ABOUT THE AUTHOR

...view details