গুয়াহাটি, 2 সেপ্টেম্বর : অসমের জোরহাটে চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ । এদিকে, চিকিৎসক দেবেন দত্তকে পিটিয়ে মারার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ।
শনিবার (31 অগাস্ট) দুপুরে তেওক চা বাগানের কর্মী সোমরা মাঝি (33)-কে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয় । চা বাগানের অন্য কর্মীদের অভিযোগ, সেই সময় চিকিৎসক দেবেন দত্ত হাসপাতালে ছিলেন না । এমন কী হাসপাতালের যিনি ফার্মাসিস্ট, তিনিও ছুটিতে ছিলেন । ছিলেন একজন নার্স । তিনি স্যালাইন দেন । সোমবার মৃত্যু হয় রোগীর ।