পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুজরাত হিংসায় গণধর্ষিতাকে 50 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের - rape

গুজরাত হিংসা গণধর্ষিতাকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্যাতিতাকে চাকরি ও নিরাপদ আশ্রয় দেওয়ারও নির্দেশ দেয়।

ফাইল ফোটো

By

Published : Apr 23, 2019, 3:59 PM IST

দিল্লি, 23 এপ্রিল : 2002 সালে গুজরাত হিংসার সময় এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । নিগৃহীতাকে চাকরি ও নিরাপদ আশ্রয় দেওয়ারও নির্দেশ দেয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

শীর্ষ আদালতের নির্দেশকে দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেন নিগৃহীতা । সেই সঙ্গে ঘটনার তদন্ত ভুলপথে চালিত করার জন্য অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি।

গুজরাত সরকার শীর্ষ আদালতে জানিয়েছে, এই ঘটনায় জড়িত ৫ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে । অভিযুক্ত ৪ জনের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে । অন্য এক আধিকারিককে নিচু পদে বদলি করা হয়েছে।

2002 সালে 3 মার্চ গোধরা কাণ্ডের পরবর্তীতে ঘটা দাঙ্গার জেরে আমেদাবাদের কাছে রানধিকপুর গ্রামে নিগৃহীতার পরিবারের 14 জন্য সদস্য খুন হয় । এদের মধ্যে ছিল নিগৃহীতার তিন বছরের শিশুকন্যা, যার মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় । সেই সময় গর্ভবতী ওই মহিলাকে গণধর্ষণ করা হয় । পরে 2008 সালে বম্বে হাইকোর্টে মামলা চলাকালীন গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত 11 জনের যাবজ্জীবন সাজা হয় । কিন্তু এই ঘটনায় অভিযুক্ত 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনও শাস্তি ঘোষণা করেনি আদালত । নিগৃহীতার আইনজীবী শীর্ষ আদালতকে জানান, অভিযুক্ত 5 জনের মধ্যে 4 জন অবসর নিয়েছেন । অন্য অভিযুক্ত IPS অফিসার আর এস ভাগোরাও কিছুদিনের মধ্যে অবসর নেবেন । কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details