পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনার থাবা দিল্লি মেট্রোতে - দিল্লি

কোরোনার থাবা এবারে দিল্লি মেট্রোতে৷ দিল্লি মেট্রোর 20 জন কর্মী কোরোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে৷ তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে৷

20 members of Delhi METRO are COVID positive
20 members of Delhi METRO are COVID positive

By

Published : Jun 6, 2020, 2:24 AM IST

দিল্লি, 5 জুন: কোরোনায় আক্রান্ত দিল্লি মেট্রোর 20 জন কর্মী৷ মেট্রোর এক অধিকর্তা জানান, “দিল্লি মেট্রোর 20 জন কর্মীর দেহে কোরোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে৷ তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে৷ প্রত্যেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন৷”

পাশাপাশি তিনি জানান,“পুরো দেশের মতো দিল্লি মেট্রোও কোরোনার সঙ্গে লড়াই করছে৷ কিছু কর্মীর কোরোনা ধরা পড়েছে৷ তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন৷ প্রত্যেকেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন৷” তবে, এই সংকটের সময়ও দিল্লি মেট্রোর কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি৷

দিল্লি মেট্রোর ম্যানিজিং ডিরেক্টর মাঙ্গু সিং প্রত্যেকের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করেছেন৷ পাশাপাশি মেট্রোর প্রত্যেক কর্মীকে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি৷

এপ্রসঙ্গে এদিন তিনি বলেন, “যেদিন থেকে আমরা মেট্রো চলাচল শুরু করবো, তখন কর্মীদের এই অদ্যম শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ মেট্রো পরিষেবা শুরু করার আগে মেট্রো কর্মীরা তাঁদের দায়িত্ব ভালো ভাবে পালন করছে৷”

ABOUT THE AUTHOR

...view details