দিল্লি, 5 জুন: কোরোনায় আক্রান্ত দিল্লি মেট্রোর 20 জন কর্মী৷ মেট্রোর এক অধিকর্তা জানান, “দিল্লি মেট্রোর 20 জন কর্মীর দেহে কোরোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে৷ তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে৷ প্রত্যেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন৷”
পাশাপাশি তিনি জানান,“পুরো দেশের মতো দিল্লি মেট্রোও কোরোনার সঙ্গে লড়াই করছে৷ কিছু কর্মীর কোরোনা ধরা পড়েছে৷ তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন৷ প্রত্যেকেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন৷” তবে, এই সংকটের সময়ও দিল্লি মেট্রোর কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি৷