আহমেদাবাদ, 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে উত্তাল গোটা দেশ ৷ অসম, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে হায়দরাবাদ, কর্নাটক সহ খোদ দিল্লিতেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আঁচ ৷ নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকে ঘিরে আজ অগ্নিগর্ভ হয়ে ওঠে গুজরাটের আমেদাবাদের সদরবাগ চত্বর ৷
বেশ কিছু নাগরিক অধিকার রক্ষা মঞ্চ এই আইনের প্রতিবাদে আজ গুজরাট বনধের ডাক দিয়েছিল ৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার জন্য প্রস্তুত ছিল গুজরাট পুলিশ প্রশাসন ৷ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷
আজ জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে পথে নেমেছিল বাম সমর্থকরা ৷ CPI, CPI(M)-এর পক্ষ থেকে সদরবাগ চত্বরে যৌথভাবে ডাকা এই বিক্ষোভ জমায়েতে যোগ দিয়েছিল বহু লোক ৷ ছিল SUCI ও DSO-এর সমর্থকরাও ৷ পুলিশের তরফে জানানো হয়েছে ওই জমায়েতের কোনও অনুমতি ছিল না বিক্ষোভকারীদের ৷ পুলিশ এলাকায় গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ ৷ পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে ৷