গুয়াহাটি, 2 জুন : অসমে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 20জনের । দক্ষিণ অসমের বরাক উপত্যকার তিনটি আলাদা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন । উদ্ধারকার্য চলছে ।
মৃতদের মধ্যে সাতজন কাচাড় জেলা, সাতজন হাইলাকান্দি জেলা ও ছ'জন করিমগঞ্জ জেলার । দুর্ঘটনায় তিনটি পরিবারের সদস্যরা বেশি মারা গিয়েছেন । এছাড়া, 11জন শিশু ও তিনজন মহিলাও এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ।
বিগত কয়েকদিন ধরেই এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছিল । আগেই বন্যার কারণে অসমের প্রায় 3.72 লাখ মানুষ বিপর্যস্ত । সবচেয়ে বিপর্যস্ত হয়েছে গোয়ালপাড়া জেলা । তারপরই রয়েছে নাগাঁও ও হোজাই ।
বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে । 348টি গ্রাম জলের তলায় । প্রায় 27 হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে জানানো হয় অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফে ।
আজকের ধসে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ইতিমধ্যে উদ্ধারকারী দল ও ত্রাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল । মৃতদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি ।