তিরুবনন্তপুরম, ১৮ ফেব্রুয়ারি : কেরালার কাসারগোদ জেলায় ২ কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন। মৃতদের নাম ক্রিপেশ (১৯) ও শরদ লাল (২৪)। প্রতিবাদে আজ কাসারগোদ জেলায় বনধ ডেকেছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট।
পুলিশ জানিয়েছে, গতকাল মোটরসাইকেলে করে ফিরছিলেন ক্রিপেশ ও শরদ। আচমকা তাঁদের উপর হামলা চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কংগ্রেসের অভিযোগ, এই খুনের পিছনে CPI(M)-র হাত রয়েছে।