দিল্লি, 1 জুন : গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লির পাকিস্তান দূতাবাসের দুই ভিসা অফিসারকে আটক করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। নাম আবিদ হুসেন ও তাহির খান। তারা ISI-এর সক্রিয় সদস্য বলে জানা গেছে। জাভেদ হুসেন নামে আরও এক পাকিস্তানিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও অন্যান্য সংস্থা। 24 ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়তে বলা হয়েছে।
রবিবার সকালে দিল্লির করোল বাগে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যায় আবিদ হুসেন ও তাহির খান। অভিযোগ, ওই ব্যক্তির কাছ থেকে ভারতীয় নিরাপত্তাবাহিনী মোতায়েন সংক্রান্ত নথি নিতে গিয়েছিল তারা। নথির পরিবর্তে ওই ব্যক্তিকে নগদ 15 হাজার টাকা ও একটি আইফোন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যায় আবিদ ও তাহের। ঘটনাস্থানে উপস্থিত ছিল জাভেদও। এদিকে ধরা পড়ার পর প্রথমে নিজেদের ভারতীয় বলে পরিচয় দেয় আবিদ-তাহের। এমনকী জাল আধার কার্ডও দেখায়। পরে জিজ্ঞাসাবাদের মুখে পড়ে তারা পাকিস্তান দূতাবাসের অফিসার বলে জানায় আবিদ-তাহের।