ধেনকানাল (ওড়িশা), 8 জুন : আজ সকালে ওড়িশার ধেনকানাল জেলায় ভেঙে পড়ল একটি বিমান ৷ আধিকারিকরা জানান, এই টু-সিটার বিমানটিতে একজন ট্রেনি পাইলট ও তাঁর প্রশিক্ষক ছিলেন ৷ দুর্ঘটনায় দু'জনেরই মৃত্যু হয়েছে ৷
অতিরিক্ত জেলাশাসক বি কে নায়ক বলেন, ধেনকানাল জেলার বিরাসালাতে সরকারি অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট (GATI)-র ভিতর প্রশিক্ষক বিমানটি ভেঙে পড়ে ৷ বিমানে দু'জন ছিলেন ৷ তাঁদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে কামাক্ষানগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷