পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানে খতম 2 পাক মাদক পাচারকারী : BSF - রাজস্থানে গঙ্গানগরে খতম 2 পাক পাচারকারী

পাকিস্তান থেকে ভারতে মাদক পাচারের খবর পেয়ে মঙ্গলবার রাতে খায়ালিয়া আউটপোস্টে অভিযান চালায় BSF ৷ দুই পাক পাচারকারীকে খতম করে ৷ ওই দুই জনের কাছ থেকে দু’টি পিস্তল , চারটি ম্যাগাজ়িন , প্রায় আট কিলো ড্রাগ , একটি পিস্তল কভার , ছোটো ছুরি ও প্রায় 13000 পাকিস্তানি মুদ্রা উদ্ধার করা হয়েছে ৷

BSF
রাজস্থানে খতম দুই পাক পাচারকারী

By

Published : Sep 10, 2020, 9:08 AM IST

যোধপুর (রাজস্থান) , 10 সেপ্টেম্বর : রাজস্থানে খতম দুই পাক মাদক পাচারকারী ৷ মঙ্গলবার রাতে একটি অভিযানে ওই দুই পাচারকারীকে খতম করে BSF ৷ ওই দুই পাচারকারীর কাছ থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে ৷ রাজস্থানের গঙ্গানগরের খায়ালিওয়ালা জেলার ঘটনা ৷

খায়ালিয়া আউটপোস্টে পাকিস্তান থেকে ভারতে মাদক পাচারের খবর পায় BSF ৷ এরপর মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায় তারা ৷ এই বিষয়ে BSF ইন্সপেক্টর জেনেরাল (IG) অমিত লোধা বলেন , ’’ মঙ্গলবার রাতে খায়ালিয়া আউটপোস্ট সীমান্তে একটি অভিযানে দুই পাক পাচারকারী মারা গেছে ৷ তাদের কাছ থেকে পিস্তল , ম্যাগাজ়িন , গুলি , পাকিস্তানি মুদ্রা , পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে ৷ ’’

BSF-র তরফে আরও জানানো হয়েছে , যে পরিচয়পত্রটি উদ্ধার করা হয়েছে , সেটি শাহবাজ় আলি নামে একজনের ৷ এছাড়া সেখান থেকে দু’টি পিস্তল , চারটি ম্যাগাজ়িন , প্রায় আট কিলো ড্রাগ , একটি পিস্তল কভার , ছোটো ছুরি ও প্রায় 13000 পাকিস্তানি মুদ্রা উদ্ধার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details