পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গণধর্ষণের পর নাবালিকার মাথায় পাথরের আঘাত - bhopal rape

এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক । গতকাল তাদের গ্রেপ্তার করে ভোপাল পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাবালিকার পিসিকেও গ্রেপ্তার করা হয়েছে ।

ছবিচি প্রতীকী

By

Published : May 2, 2019, 6:03 AM IST

ভোপাল, 2 মে : এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক । গতকাল তাদের গ্রেপ্তার করে ভোপাল পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাবালিকার পিসিকেও গ্রেপ্তার করা হয়েছে ।

মঙ্গলবার সন্ধ্যায় পিসির সঙ্গে একটি মন্দিরে ঘুরতে গেছিল ওই নাবালিকা । অভিযুক্ত দুই যুবক তাকে তুলে নিয়ে যায় । একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে । পরে পাথর দিয়ে মাথায় আঘাত করে ।

পরদিনই থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে । গ্রেপ্তার করা হয় পিসিকেও ।

ঘটনায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন BJP-র প্রজ্ঞা ঠাকুর । তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ।

এদিকে, গত জুলাই মাসে মান্দসৌরের এক নাবালিকাকে স্কুল থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে দুই যুবক । পরে তার গলার নলি কেটে দেওয়া হয় । ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে । সরকারি তথ্য অনুযায়ী, 2016 ও 2017-তে সর্বাধিক ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে মধ্যপ্রদেশে । এই ইশুতে তৎকালীন বিরোধী দলনেতা কমল নাথ টুইট করেছিলেন, "মধ্যপ্রদেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে । কবে, এসব বন্ধ হবে ? বাড়ির বোন-মেয়েরা সুস্থ পরিবেশ কি পাবে না ?"

ABOUT THE AUTHOR

...view details