পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত 2 - মুম্বই

রাইগড় জেলার দেহকুরের সাজগাঁও শিল্পাঞ্চলে এই রাসায়নিক কারখানাটি অবস্থিত ৷ যা মুম্বই থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ৷ মৃত দু'জনের মধ্য়ে এক মহিলা রয়েছে ৷

2-killed-6-injured-in-explosion-at-chemical-factory-in-Maharashtra
মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত 2

By

Published : Nov 5, 2020, 1:02 PM IST

মুম্বই, 5 নভেম্বর : রাসায়নিক ফ্য়াক্টরিতে বিস্ফোরণে মৃত্যু হল দুই ব্য়ক্তির ৷ আহত হয়েছে কমপক্ষে ছ'জন ৷ মহারাষ্ট্রের রাইগড় জেলায় বিস্ফোরণটি ঘটে ।

রাইগড় জেলার দেহকুরের সাজগাঁও শিল্পাঞ্চলে এই রাসায়নিক কারখানাটি অবস্থিত ৷ যা মুম্বই থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ৷ মৃত দু'জনের মধ্য়ে এক মহিলা রয়েছে ৷

মোট ছ'জন এই বিস্ফোরণে আহত হয়েছে বলে জানিয়েছে খোপলি তানার আধিকারিকরা ৷ ঘটনাস্থানে দমকল কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ তবে, ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি ৷

আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details