পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোপিয়ানে নিকেশ ২ জইশ জঙ্গি - terrorists

আজ সকালে সোপিয়ানের মিমান্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তারক্ষীদের হাতে খতম ২ জইশ-ই-মহম্মদ জঙ্গি।

ছবিটি প্রতীকী

By

Published : Feb 27, 2019, 9:48 AM IST

শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের হাতে খতম ২ জইশ-ই-মহম্মদ জঙ্গি। আজ সকালে সোপিয়ানের মিমান্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় তারা। অভিযানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। মারা পড়ে দুই জঙ্গি।

গতকাল নিয়ন্ত্রণরেখা পার করে বালাকোটে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। তারপর থেকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা। এরইমধ্যে আজ ভোরে মিমান্দারে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান নিরাপত্তারক্ষীরা। শুরু হয় অভিযান।

সেনাসূত্রে খবর, তল্লাশি অভিযান চালানোর সময় বিনা প্ররোচনার গুলি চালায় জঙ্গিরা। জবাবে পালটা গুলটি চালান নিরাপত্তারক্ষীরা। নিকেশ হয় দুই জঙ্গি। তবে জঙ্গিদের নাম এখনও জানা যায়নি। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details