শ্রীনগর, 3 অগাস্ট : সেনার গুলিতে খতম দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি । আজ কাশ্মীরের সোপোরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয় সেনা জওয়ানদের ৷ তাতে নিকেশ হয় দুই জইশ জঙ্গি ৷ ঘটনায় জখম হয়েছেন এক জওয়ান । উপত্যকায় ইতিমধ্যেই থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে । এরই মধ্যে গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সোপোরে তল্লাশি চালায় সেনাবাহিনী ৷ এলাকা ঘিরে ফেললে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা জবাব দেন জওয়ানরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে মারা পড়ে দুই জঙ্গি৷
সোপোরের SSP জাভেদ ইকবাল ঘটনা প্রসঙ্গে বলেন, "প্রাথমির তদন্তের পর আমরা জানতে পেরেছি নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল । তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে । আমরা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছি । ঘটনায় এক জওয়ান আহত হয়েছেনন । তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ।"