দিল্লি, 2 মে : তাবলিঘি জামাতের ঘটনায় তদন্তকারী দুই পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত । গতমাসে তাবলিঘি জামাতের ধর্মীয় জমায়েতের ঘটনায় তদন্ত করছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । তাদেরই দুইজন কোরোনায় আক্রান্ত । ক্রাইমবাঞ্চের তরফে গতকাল এক সদস্য এই খবর সংবাদমাধ্যমে জানান ।
তাবলিঘি জামাতের ঘটনায় তদন্তকারী 2 পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত - Corona update Delhi
ক্রাইমবাঞ্চের তরফে এক সদস্য এই খবর গতকাল সংবাদমাধ্যমে জানায় । এবং আক্রান্ত দুই পুলিশকর্মীর শারীরিক অবস্থার কথাও জানায় ।
delhi
পুলিশ সূত্রে খবর, ওই দুই ব্যক্তির কোরোনার উপসর্গ দেখা দেয় । এরপর তাঁদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । তিনদিন আগে তাঁদের টেস্টের রিপোর্ট আসে । জানা যায়, তাঁরা COVID-19 পজ়িটিভ ।
এই দুই পুলিশকর্মীর সঙ্গে ডিউটিতে থাকা প্রায় 12 জন পুলিশকর্মীকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ।