পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরিষেবা বন্ধের পরও গিলানিকে ইন্টারনেট, সাসপেন্ড 2 BSNL আধিকারিক - geelani

বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে ইন্টারনেট পরিষেবা পেতে সাহায্য করার অভিযোগে সাসপেন্ড করা হল 2 BSNL আধিকারিককে ।

gilani

By

Published : Aug 19, 2019, 2:03 PM IST

শ্রীনগর, 19 অগাস্ট : জম্মু ও কাশ্মীর প্রশাসন দু'জন BSNL আধিকারিককে সাসপেন্ড করল । তাদের বিরুদ্ধে অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে তারা ইন্টারনেট পরিষেবা পেতে সাহায্য করেছিল ।

সতর্কতামূলক কারণে ৫ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ ছিল । ভুয়ো খবর ছড়ানো রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । তবে সেই সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত আধিকারিকরা বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা গিলানিকে ইন্টারনেট পরিষেবা পাইয়ে দিয়েছিল । জানা গেছে, 5 অগাস্ট থেকে বিধিনিষেধ বলবৎ হলেও গিলানির বাড়িতে 8 অগাস্ট পর্যন্ত ইন্টারনেট ও ল্যান্ডলাইন পরিষেবা চালু ছিল ।

জম্মু ও কাশ্মীর পুলিশ গিলানির টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে । গিলানি ছাড়া আরও 8টি অ্যাকাউন্ট থেকে হিংসাত্মক বার্তা ছড়ানো হচ্ছে অভিযোগ করে সেগুলিকেও ডিঅ্যাক্টিভেট করা হয় ।

প্রসঙ্গত, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাসহ প্রায় 400 রাজনৈতিক নেতা পুলিশ হেপাজতে রয়েছেন । পাশাপাশি ইয়াসিন মালিক, সৈয়দ আলি শাহ গিলানিদের মতো বিচ্ছিনতাবাদী হুরিয়ত নেতাদেরও আটক করা হয়েছিল । তাদের পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে । সতর্কতামূলক ভাবে প্রায় 70 জন হুরিয়ত নেতা ও জঙ্গিকে জম্মু ও কাশ্মীর থেকে উত্তরপ্রদেশের আগ্রায় স্থানান্তরিত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details