পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজৌরির ক্যাম্প থেকে নিখোঁজ 2 বিএসএফ জওয়ান - রাজৌরির ক্যাম্প

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ক্যাম্প থেকে নিখোঁজ কর্তব্যরত দু জন বিএসএফ জওয়ান। তাঁদের খোঁজে থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

2 BSF constables missing from camp in J&K's Rajouri
রাজৌরির ক্যাম্প থেকে নিখোঁজ 2 বিএসএফ জওয়ান

By

Published : Feb 5, 2021, 2:43 PM IST

জম্মু, 5 ফেব্রুয়ারি:জম্মু ও কাশ্মীরে খুঁজে পাওয়া যাচ্ছে না BSF-এর 2 জন জওয়ানকে। রাজৌরি জেলার ক্যাম্প থেকে নিখোঁজ ওই দুই জওয়ান।

পুলিশ সূত্রের খবর, সুন্দরবানি থানায় মিসিং ডায়েরি করেছেন সীমান্তরক্ষী বাহিনীর কর্তৃপক্ষ। রাজৌরি জেলার সুন্দরবানি এলাকাতে বিএসএফ ক্যাম্পে কর্তব্যরত ছিলেন নিখোঁজ দুই জওয়ান। তাঁরা জেনারেল ডিউটি ক্যাটেগরিতে কনস্টেবল ছিলেন।

আরও পড়ুন:রাজৌরিতে পাক সেনার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন, শহিদ জওয়ান

ক্যাম্প থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন তাঁরা। আশপাশে তল্লাশি চালিয়েও তাঁদের কোনও খোঁজ মিলছে না। আশপাশের এলাকায় খোঁজ চালাচ্ছে বাহিনী।

ABOUT THE AUTHOR

...view details