পাটনা, 5 জানুয়ারি: ব্রিটেন থেকে ফেরা 19 জনের কোনও খোঁজ পাচ্ছে না বিহার প্রশাসন । তাঁরা প্রত্যেকেই পটনায় ফিরেছিলেন ।
পটনায় নিখোঁজ ব্রিটেন ফেরত 19 যাত্রী, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা - পাটনা
পটনা বিমানবন্দর কর্তৃপক্ষ 23 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে ফেরা যাত্রীদের তালিকা দিয়েছিল। সেই তালিকার মধ্যে এই 19 জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
পটনার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পটনা বিমানবন্দর কর্তৃপক্ষ 23 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে ফেরা যাত্রীদের তালিকা দিয়েছিল। সেই তালিকার মধ্যে এই 19 জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। এমনকী ওই যাত্রীদের কোয়ারানটিনে রাখার জন্য তাঁদের বাড়ি গেলে সেখানেও তাঁদের সম্পর্কে কোনও তথ্য মেলেনি। মোবাইল নম্বরের মাধ্যমেও কোনও খোঁজ পাওয়া যায়নি ব্রিটেন ফেরত ওই যাত্রীদের।
প্রসঙ্গত ইংল্যান্ডে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন ধরা পড়েছে । যা আগের থেকেও অনেক বেশি সংক্রামক । এমনকী সেই দেশ থেকে ভারতে ফেরা অনেকেই কোরোনার এই স্ট্রেনে সংক্রমিত হয়েছে । তবে ব্রিটেন ফেরত ওই যাত্রীদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ পটনা প্রশাসন। তাদের বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পাটনা স্বাস্থ্য আধিকারিক।