দিল্লি, 13 জানুয়ারি : প্রকাশিত হল ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস-2019-র পরীক্ষার ফলাফল । গোটা দেশে 32 জন পরীক্ষার্থী সফল হয়েছেন, যাদের 18 জন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েরই ৷ অষ্টম স্থান দখল করেছেন JNU-র যশস্বিনী সারস্বত ৷ ফলাফল সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদীশ কুমারের সঙ্গে দেখা করেন যশস্বিনী ।
উপাচার্যর সঙ্গে দেখা করার পর যশস্বিনী বলেন, "আমরা সকলেই খুব খুশি । আমরা JNU-এর 18 জন পরীক্ষায় সফল হয়েছি । আমি ভাগ্যবান যে, JNU-এর মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি । এর জন্য আমি গর্বিত । যখন কেউ এই প্রতিষ্ঠান নিয়ে খারাপ কথা বলে তখন খুবই খারাপ লাগে । কিন্তু এটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার ।"