শ্রীনগর, 5 অগাস্ট : আজ জম্মু ও কাশ্মীরে 370 ধারা ও 35(এ) ধারা বাতিলের বর্ষপূর্তি। গত বছর আজকের দিনেই বিশেষ মর্যাদা হারায় ভূস্বর্গ। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। 370 ধারা রদের পর 5 অগাস্ট থেকে 23 জুলাই পর্যন্ত ভূস্বর্গে 178 জন জঙ্গির মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে জম্মু ও কাশ্মীরে 112টি উত্তেজনামূলক ঘটনা ঘটেছে। সেখানে সেনা-জঙ্গির লড়াইয়ে খতম করা হয়েছে 178 জন জঙ্গিকে। পাশাপাশি শহিদ হয়েছেন 39 জন নিরাপত্তাকর্মী ও প্রাণ হারিয়েছেন 36 জন ভারতীয়।