পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাবালিকাকে ধর্ষণ করে খুন, নিশ্চিত করল পুলিশ - নাবালিকাকে ধর্ষণ

পোস্টমর্টেমের পর গতরাতে পুলিশ নিশ্চিত করে, ধর্ষণ করে খুন করা হয়েছে 17 বছর বয়সী ওই নাবালিকাকে । এই নিয়ে 10 দিনের মধ্যে যোগীরাজ্যে পরপর দুটি নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে এল ।

rape
rape

By

Published : Aug 26, 2020, 7:25 PM IST

লাখিমপুর খেরি, 26 অগাস্ট : ধর্ষণ করেই খুন করা হয়েছে নাবালিকাকে । নিশ্চিত করল পুলিশ । গতকাল সকালে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলায় 17 বছর বয়সী এক নাবালিকার বিকৃত দেহ উদ্ধার হয় । পোস্টমর্টেমের পর গতরাতে পুলিশ জানায় ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে । এই নিয়ে 10 দিনের মধ্যে যোগীরাজ্যে পরপর দুটি নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে এল ।

কোনও ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে নাবালিকাকে খুন করা হয়েছে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ । ওই নাবালিকার গ্রাম থেকে 200 মিটার দূরে একটি শুকনো মজে যাওয়া পুকুরের কাছে গতকাল সকালে তার বিকৃত দেহ উদ্ধার হয় । SP সতেন্দর কুমার জানিয়েছেন, “পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণ প্রমাণিত । আমরা যত দ্রুত সম্ভব অভিযুক্তদের ধরার চেষ্টা করছি ।” মৃতের পরিবারের সদস্যরা যদিও কারও দিকেই অভিযোগের আঙুল তুলতে চাননি । নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে একটি স্কলারশিপের ফর্ম ভরতে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা । সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পুলিশে খবর দেন বাড়ির লোকেরা ।

এর আগে, 15 অগাস্ট, 13 বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে । অভিযুক্তদের একজনের আখক্ষেতে উদ্ধার হয় ওই নাবালিকার মৃতদেহ । দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । এই ঘটনায় নির্যাতিতার বাবা দাবি করেছিলেন, মৃতের চোখ খুবলে ও জিভ ছিঁড়ে নেওয়া হয়েছিল । কিন্তু, পুলিশ জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে চোখ খুবলে ও জিভ ছিঁড়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি । তবে, অটোপ্সি রিপোর্টে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের প্রমাণ মিলেছে ।

ABOUT THE AUTHOR

...view details