পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোয়ারান্টাইন শেষে সোজা কারাগারে 17 জামাত সদস্য - 17 Tablighi Jamaat Members Sent To Jail After Their Quarantine Period Ends

কোয়ারান্টাইনের মেয়াদ শেষে পাঠানোর কথা ছিল কারাগারে ৷ আজ 17 জামাত সদস্যকে কোয়ারান্টাইন মেয়াদ শেষ হওয়ার পর পাঠানো হয়েছে কারাগারে ৷ তাদের প্রথমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় ৷ এরপর তাদের কারাগারে পাঠানো হয় ৷

17 Tablighi Jamaat Members Sent To Jail After Their Quarantine Period Ends
কোয়ারান্টাইনের পর কারাগার , ধৃত 17 জামাত সদস্য

By

Published : Apr 12, 2020, 9:24 PM IST

Updated : Apr 13, 2020, 12:23 AM IST

দিল্লি, 12 এপ্রিল : জমায়েতে বিতর্ক অব্যাহত ৷ এরই মাঝে ধৃত 17 জামাত সদস্যকে কোয়ারান্টাইন মেয়াদ শেষ হওয়ার পর পাঠানো হল কারাগারে ৷ প্রথমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় তাদের ৷ এরপর তাদের কারাগারে পাঠানো হয় ৷

ভিসা এবং পাসপোর্টের নিয়ম লঙ্ঘনের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয় ৷ জানা গেছে , তারা প্রত্যেকেই ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের বাসিন্দা । সূত্রের খবর, পুলিশ তাজ ও কুরাইশ মসজিদ থেকে মোট 17 বিদেশি নাগরিকসহ 21 জন জামাত সদস্যকে গ্রেপ্তার করেছে ৷ এরপর তাদের নমুনা পরীক্ষা করা হয় ৷ তাদের রিপোর্ট নেগেটিভ আসে ৷

এরপর লকডাউন না মেনে জমায়েত করায় তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 269, 270, 271, 188 ধারায় এবং মহামারী রোগ আইন (1897) 03, পাসপোর্ট আইন (1967) ধারা 12 (3) তে FIR দায়ের করা হয় ৷ ধৃত প্রত্যেককে উপস্থিত মসজিদের জমায়েতে উপস্থিত থাকার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল ৷

Last Updated : Apr 13, 2020, 12:23 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details