পটনা , 14 এপ্রিল : তাবলিঘি জামাতে জমায়েত করা 17 জন জামাত সদস্যকে পাঠানো হল জেলে ৷ গতকাল রাতে তাদের পটনার বেউর জেলে পাঠানো হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশের পর তাদের কারাবন্দী করা হয় ৷ ওই 17 জনের পর্যটক ভিসা ও ধর্ম প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷
গত 23 মার্চ পটনার দিঘা থানা এলাকার 74 নম্বর পিলারে অবস্থিত কুরজি মসজিদ থেকে 10 জনকে ধরা হয় ৷ স্থানীয়রাই খবর দেয় সেখানে 10 জন জামাত সদস্য লুকিয়ে আছে ৷ এরপর আটক করে পুলিশ ৷ এরপর তাদের মেডিকেল পরীক্ষার জন্য পটনা AIIMS হাসপাতালে পাঠানো হয় ৷ সেখানে তাদের রিপোর্ট কোরোনা নেগেটিভ আসে ৷ ওই দিনই পটনার ফুলওয়ারি থানা এলাকার আলওয়া কলোনিতে 7 জন জামাত সদস্যকেও পুলিশ আটক করে ৷ তাদের পটনা AIMS হাসপাতালে পাঠানো হয় শারীরিক পরীক্ষার জন্য ৷