পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোয়ারান্টাইনের পর 17 জন জামাত সদস্যকে পাঠানো হল বেউর জেলে - তবলিঘি জামাতে জমায়েত করা 17 জন জামাত সদস্যকে পাঠানো হল জেলে ৷ গতকাল রাতে তাদের পটনার বেওর জেলে পাঠানো হয়েছে ৷

তাবলিঘি জামাতে জমায়েত করা 17 জন জামাত সদস্যকে পাঠানো হল জেলে ৷ গতকাল রাতে তাদের পটনার বেউর জেলে পাঠানো হয়েছে ৷

17 jamaat members sent to jail in patna
কোয়ারান্টাইনের পর পটনায় 17 জন জামাত সদস্যকে পাঠানো হল বেওর জেলে

By

Published : Apr 14, 2020, 7:49 PM IST

Updated : Apr 14, 2020, 8:54 PM IST

পটনা , 14 এপ্রিল : তাবলিঘি জামাতে জমায়েত করা 17 জন জামাত সদস্যকে পাঠানো হল জেলে ৷ গতকাল রাতে তাদের পটনার বেউর জেলে পাঠানো হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশের পর তাদের কারাবন্দী করা হয় ৷ ওই 17 জনের পর্যটক ভিসা ও ধর্ম প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷

গত 23 মার্চ পটনার দিঘা থানা এলাকার 74 নম্বর পিলারে অবস্থিত কুরজি মসজিদ থেকে 10 জনকে ধরা হয় ৷ স্থানীয়রাই খবর দেয় সেখানে 10 জন জামাত সদস্য লুকিয়ে আছে ৷ এরপর আটক করে পুলিশ ৷ এরপর তাদের মেডিকেল পরীক্ষার জন্য পটনা AIIMS হাসপাতালে পাঠানো হয় ৷ সেখানে তাদের রিপোর্ট কোরোনা নেগেটিভ আসে ৷ ওই দিনই পটনার ফুলওয়ারি থানা এলাকার আলওয়া কলোনিতে 7 জন জামাত সদস্যকেও পুলিশ আটক করে ৷ তাদের পটনা AIMS হাসপাতালে পাঠানো হয় শারীরিক পরীক্ষার জন্য ৷

দিঘা থানা এলাকা ও ফুলওয়ারি থানা এলাকা থেকে ধৃত 17 জন জামাত সদস্যকে কুরজি মসজিদে একই সঙ্গে কোয়ারান্টাইনে রাখা হয় ৷ 14 দিনের জন্য কোয়ারান্টাইনে থাকে তারা ৷ এরপর তদন্তে পুলিশ জানতে পারে ওই 17 জনই পর্যটক ভিসা নিয়ে ভারতে এসেছিল ধর্ম প্রচারের জন্য ৷ এরপর গতকাল রাতে পুলিশ ওই জামাত সদস্যদের বিরুদ্ধে FIR দায়ের করে ৷ আজ আদালত তোলা হয় ৷ সেখানে বিচারক তাদের পুলিশ হেপাজতে থাকার নির্দেশ দেয় ৷ এরপর আজ তাদের পটনার বেউর জেলে পাঠানো হয় ।

এবিষয়ে IG সঞ্জয় সিং বলেন, " ওই 17 জন জামাত সদস্যের ভিসা জুন মাস পর্যন্ত বৈধ ছিল । যদিও তারা সকলেই পর্যটক ভিসা পেয়ে ভারতে এসেছিল ও ভারতে ধর্ম প্রচারে যুক্ত ছিল ৷ বর্তমানে আদালতে নির্দেশ মতো বেউর জেলে পাঠানো হয়েছে ৷ "

Last Updated : Apr 14, 2020, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details