দিল্লি, 21 জুন : লকডাউন শিথিল হতেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । খুলেছে সরকারি-বেসরকারি অফিস । এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 15 হাজার 413 জন । যা আবারও একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়াল । দেশে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছে 4 লাখ 10 হাজার 48 জন । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 306 জনের । এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 13 হাজার 254 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 2 লাখ 27 হাজার 756 জন । অর্থাৎ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে প্রায় 14 হাজার মানুষ ।
আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়ার পরই বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে । সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে মুম্বইয়ে । এখনও পর্যন্ত এরাজ্যে 1 লাখ 28 হাজার 205 জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে । গত 24 ঘণ্টায় শুধু এরাজ্যেই নতুন করে আক্রান্ত হয়েছে 3 হাজার 874 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । এখানে কোরোনা আক্রান্ত 56 হাজার 445 জন । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 2 হাজার 396 জন ।