গড়চিরোলি, 1 মে : গড়চিরোলিতে মাওবাদী হামলায় শহিদ হয়েছে কমপক্ষে 15 জন নিরাপত্তারক্ষী ৷ এছাড়াও নিরাপত্তারক্ষীরা যে বেসরকারি বাসে চেপে যাচ্ছিল, তার চালকও নিহত হয়েছে ৷ 2009 সালের পর গড়চিরোলিতে এটি মাওবাদীদের সবচেয়ে হামলার ঘটনা ৷
গড়চিরোলিতে IED বিস্ফোরণ মাওবাদীদের, শহিদ 15 নিরাপত্তারক্ষী - maharastra
2009 সালের পর গড়চিরোলিতে এটিই সবথেকে বড় মাওবাদী হামলা। সেই হামলায় 51 জন নিরাপত্তারক্ষী শহিদ হয়েছিলেন ।
এক পুলিশ আধিকারিক জানান, আজ ভোররাতে গড়চিরোলির খুরখেদা এলাকায় 25টি গাড়ি জ্বালিয়ে দেয় মাওবাদীরা ৷ সেই ঘটনার তদন্তে বাসে চেপে গড়চিরোলি পুলিশের কুইক রেসপন্স টিম C-60 ঘটনাস্থানে যাচ্ছিল ৷ গাড়িটি লেনধ্রি পুলের কাছে পৌঁছাতে মাওবাদীরা IED বিস্ফোরণ ঘটায় ৷ শহিদ হয় 15 জন নিরাপত্তারক্ষী ৷ বাসের চালকেরও মৃত্যু হয় ৷ উদ্ধারকাজের জন্য ঘটনাস্থানে পুলিশের একাধিক দল পাঠানো হয়েছে ৷ 2009 সালের পর গড়চিরোলিতে এটি মাওবাদীদের সবচেয়ে হামলার ঘটনা ৷ 2009 সালের হামলায় 51 জন নিরাপত্তারক্ষী শহিদ হয়েছিলেন ৷
মহারাষ্ট্রে গত বছরের 22 এপ্রিল 40 জন মাওবাদীকে খতম করা হয় ৷ সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল মাওবাদীরা ৷ তা সত্ত্বেও কেন নিরাপত্তারক্ষীদের বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিশেষত, যেখানে গত কয়েক সপ্তাহে একাধিকবার হামলা চালিয়েছে মাওবাদীরা ৷ গড়চিরোলিতে লোকসভা ভোট চলাকালীন একটি বুথের সামনে IED বিস্ফোরণ ঘটনায় মাওবাদীরা । ঘটনায় কেউ জখম হননি । সেই ঘটনার আগের দিনই আরও একটি IED বিস্ফোরণে এক CRPF জওয়ান গুরুতর জখম হন ৷ তারপরও নিরাপত্তা ঢিলেঢালা ছিল বলেই আজ মাওবাদীরা এতবড় হামলা চালাতে পেরেছে বলে বিভিন্ন মহলের অভিযোগ ৷