পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

15 দিনে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের - Uttar pradesh

লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিজের রাজ্যে ফেরাতে 15 দিনের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট । প্রতিটি পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন করার নির্দেশও দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে।

Migrant workers
Migrant workers

By

Published : Jun 5, 2020, 4:28 PM IST

দিল্লি, 5 জুন : লকডাউনের মাঝে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে আরও 15 দিন সময় দিল সুপ্রিম কোর্ট । ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরাতে রাজ্য সরকারগুলিকে বিভিন্ন নির্দেশ দিল শীর্ষ আদালত ।

কেন্দ্রের তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা জানান, "3 জুন অবধি রেলের তরফ থেকে 4228টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে, যা 57 লাখ মানুষকে নিজেদের রাজ্যে ফিরতে সাহায্য করেছে। এছাড়া 41 লাখ সড়কপথে নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন। সব মিলিয়ে প্রায় এক কোটি মানুষ নিজেদের রাজ্যে ফিরতে সক্ষম হয়েছেন। "

তুষার মেহতা জানান, অধিকাংশ ট্রেনই বিহার ও উত্তরপ্রদেশে গিয়েছে। তিনি বলেন, " আমরা একটি তালিকা প্রস্তুত করেছি, যেখানে কত শ্রমিককে এখনও বাড়ি পৌঁছানো বাকি এবং তার জন্য কতগুলি ট্রেনের প্রয়োজন, তার হিসেব রয়েছে। রাজ্যগুলির তরফ থেকেও তালিকা প্রস্তুত করা হয়েছে। "

তিন বিচারপতির বেঞ্চের সদস্য বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষান কৌল এবং এম আর শাহ তালিকা দেখে মহারাষ্ট্রের কেবল একটি ট্রেন প্রয়োজনের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তুষার মেহতা জানান, “ হ্যাঁ, ইতিমধ্যেই 802 টি ট্রেন মহারাষ্ট্র থেকে বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে।”

বিচারপতিরা বলেন, " আমরা রাজ্য সরকারগুলিকে 15 দিনের সময় দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। তারা কীভাবে সকলকে কাজের সুযোগ ও অন্যান্য ত্রাণ পৌঁছে দেবে, এই বিষয়ে প্রতিটি রাজ্যকে একটি নথি প্রকাশ করতে হবে। পরিযায়ীদের রেজিস্ট্রেশন করতে হবে।"

পরিযায়ী শ্রমিকদের পক্ষের আইনজীবী কলিন গঞ্জালভেস বলেন, রেজিস্ট্রেশন ব্যবস্থাটি সঠিকভাবে কাজ করছে না, আর ফলে হাজার হাজার শ্রমিক এদের নাম নথিভুক্ত করতে পারছে না। তিনি বলেন, " দুটি উচ্চ আদালত রেজিস্ট্রেশনের বিষয়টি পর্যালোচনা করেছে। রেজিস্ট্রেশন পদ্ধতিটি আরও সহজ হওয়া প্রয়োজন। "

ABOUT THE AUTHOR

...view details