পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আত্মঘাতী জঙ্গি হামলায় রক্তস্নাত কাশ্মীর, শহিদ ৪২ জওয়ান - CRPF Men

শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় IED বিস্ফোরণ হয়। মৃত ৪২ CRPF জওয়ান

IED বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত CRPF জওয়ানদের ভ্যান

By

Published : Feb 14, 2019, 11:58 PM IST

পুলওয়ামা, ১৪ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আজ দুপুরে আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২ CRPF জওয়ানের। জখম হয়েছেন একাধিক জওয়ান। বিস্ফোরণের পর এলাকায় গুলির লড়াই শুরু হয়েছে। জইশ-ই-মহম্মদ ঘটনার দায় স্বীকার করেছে।

CRPF সূত্রে খবর, শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে আজ CRPF-এর একটি কনভয় যাচ্ছিল। কনভয়ে ৭০টি ভ্যান ছিল। সেই সময়ে ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি কনভয়ের একটি ভ্যানে ধাক্কা মারে। তারপরই বিস্ফোরণ হয়। জানা গেছে, স্করপিও গাড়িটি চালাচ্ছিল জইশ-ই-মহম্মদ জঙ্গি আদিল আহমদ দার।

জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪২ জওয়ান শহিদ হয়েছে। ২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জন জওয়ান শহিদ হয়েছিল। সেই ঘটনার পর ভারতীয় সেনার তরফে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। উরির পরে ফের আজ কাশ্মীরে এত বড় হামলা চালাল জঙ্গিরা।

আত্মঘাতী হামলার পর দক্ষিণ কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীনগর জেলায় ইন্টারনেের স্পিড কমিয়ে 2G করা হয়েছে। জম্মু-কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্টা কে বিজয় কুমার বলেন, "NIA এই হামলার তদন্ত করবে।" পাশাপাশি, এই হামলা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি কাল সকাল ৯টা ১৫ মিনিটে বৈঠক করবে।

ABOUT THE AUTHOR

...view details