অমরাবতী, 12 জুন : অন্ধ্রপ্রদেশে আজ নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 141 জন । অন্ধ্রপ্রদেশ সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 4,402 ।
গতকাল পর্যন্ত এই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 4,261 । গতকাল পর্যন্ত সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 1,641 । আজ তা বেড়ে 1,732 হল বলে অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে ।
আজ সকাল নয়টা পর্যন্ত গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে কোনও ব্যক্তির মৃত্যু হয়নি । অন্ধ্রপ্রদেশে কোরোনা সংক্রমণের কারণে মৃত্যুর সংখ্যা 80 । কমেছে মৃত্যুর হার । এখন সেখানে মৃত্যুর হার 1.42 শতাংশ । গতকালে মৃত্যুর হার ছিল 1.47 শতাংশ । সেক্ষেত্রে ভারতে কোরোনা আক্রান্তের মৃত্যুর হার 2.86 শতাংশ ।
আজ 59 জন কোরোনা মুক্ত হয়ে সুস্থ হয়েছেন অন্ধ্রপ্রদেশে । আজ পর্যন্ত মোট কোরোনা মুক্তের সংখ্যা 2,599 । সুস্থের হার 54.67 শতাংশ । সুস্থের হারের পরিসংখ্যানে নবম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ।
গতকাল 15,384 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশে মোট 5,22,093 সোয়াব পরীক্ষা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে ।