পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্যাতিত কিশোরী, নিষ্ঠুর এই কাজের পিছনে পরিবার - কিশোরী পরিবারের সদস্য দ্বারা নির্যাতিত

কিশোরির সন্তান জন্ম দেওয়াকে ঘিরে মা ও বোনের বিরুদ্ধে নিষ্ঠুর আচরণের অভিযোগ উঠল । মাইলাডুথুরাইয়ের ঘটনা ।

14 year old girl sexually assaulted by Brother in law and few others - Family behind the cruel act
14 year old girl sexually assaulted by Brother in law and few others - Family behind the cruel act

By

Published : Jul 27, 2020, 3:39 AM IST

Updated : Jul 27, 2020, 10:53 AM IST

মাইলাডুথুরাই, 26জুলাই :14বছরের এক কিশোরি সন্তান জন্ম দিলমাইলাডুথুরাই সরকারি হাসপাতালে । বয়স ও বৈবাহিক সম্পর্কের মিথ্যে তথ্য দিয়ে তাকেহাসপাতালে ভরতি করা হয়েছিল বলে অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে । কিশোরির সাথে কথাবলে হাসপাতাল কর্মীদের সন্দেহ হয় । তারাই জেলা শিশু সুরক্ষা কমিটির(DCPU)সাথে যোগাযোগ করে অভিযোগ জানায় ।

জানাগেছে ওই কিশোরি তার মায়ের সাথে নাগাপাট্টিনাম জেলার মাইলাডুথুরাইয়ে থাকত । মাপেশায় স্যানিটারি ওয়ার্কার । কিশোরির আরো দুই বড় বোনের বিয়ে হয়েছে দুইস্যানিটারি ওয়ার্কারের সঙ্গে । তারা আলাদা থাকে ।

সম্প্রতিতাকে মা,দুই বোনও জামাই ওই কিশোরীকে মাইলাডুথুরাই সরকারি হাসপাতালে মিথ্যে তথ্য দিয়ে ভরতি করে ।শুরু হয়েছে পুলিশি তদন্ত । গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে । জেরা চলছে ।

পুলিশেরপ্রাথমিক তদন্তে জানা গেছে,দুই বড়বোনের মধ্যে একজনের সন্তান নেই । ওই বোনের স্বামীর কিশোরির উপর শারীরিক নির্যাতনকরে । তাকে বিয়ে দিয়ে দেয় বোনের স্বামীর সঙ্গে । দ্বিতীয় স্ত্রী হিসাবে তাকেপরিচয় দেয় । মা ও বোনের এই নিষ্ঠুর আচরণ সামনে আসে ।

:

Last Updated : Jul 27, 2020, 10:53 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details