মাইলাডুথুরাই, 26জুলাই :14বছরের এক কিশোরি সন্তান জন্ম দিলমাইলাডুথুরাই সরকারি হাসপাতালে । বয়স ও বৈবাহিক সম্পর্কের মিথ্যে তথ্য দিয়ে তাকেহাসপাতালে ভরতি করা হয়েছিল বলে অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে । কিশোরির সাথে কথাবলে হাসপাতাল কর্মীদের সন্দেহ হয় । তারাই জেলা শিশু সুরক্ষা কমিটির(DCPU)সাথে যোগাযোগ করে অভিযোগ জানায় ।
জানাগেছে ওই কিশোরি তার মায়ের সাথে নাগাপাট্টিনাম জেলার মাইলাডুথুরাইয়ে থাকত । মাপেশায় স্যানিটারি ওয়ার্কার । কিশোরির আরো দুই বড় বোনের বিয়ে হয়েছে দুইস্যানিটারি ওয়ার্কারের সঙ্গে । তারা আলাদা থাকে ।